দেশের বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠান ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন হয়েছে । ইস্ট ওয়েস্ট গ্রুপসহ বিভিন্ন মিডিয়া প্রতিষ্ঠান ও কর্মীদের উপর হামলার প্রতিবাদে পেশাজীবী সাংবাদিকরা এ মানববন্ধন করেন। বুধবার দুপুরে খাগড়াছড়ি প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট জসীম উদ্দীন মজুমদার, সহ-সভাপতি মোঃ জহুরুল আলম, চ্যানেল ২৪ এর সাংবাদিক নুরুচ্ছফা মানিক। বক্তারা গণমাধ্যম ও সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এসব দুষ্কৃতিকারীদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান। মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক রফিকুল আলম, আব্দুর রউফ, দেব প্রসাদ ত্রিপুরা, আব্দুর রহিম, ছোটন বিশ্বাস, খাগড়াছড়ি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রবিউল ইসলাম প্রমুখ।