বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) ও বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক পরিষদ (বাপসপ) এর উদ্যোগে গতকাল ২১ আগস্ট ২০২৪ (বুধবার) বিকাল ৪ ঘটিকায় এল মল্লিক কমপ্লেক্স, পুরানা পল্টন, ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র—জনতা ও সাংবাদিক সহ সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় সভাপতির বক্তব্যে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) ও বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক পরিষদ (বাপসপ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আশরাফ আলী হাওলাদার বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করায় আমরা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানাই। তাঁর প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমরা বিশ্বাস করি তাঁর নেতৃত্বাধীন অন্তর্র্বতীকালীন সরকার রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার এনে বাংলাদেশকে একটি গণমুখী রাষ্ট্রে পরিণত করতে সক্ষম হবেন। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র—জনতা ও সাংবাদিক হত্যাকারীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। শহীদ পরিবারকে রাষ্ট্রীয় উদ্যোগে প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করতে হবে। বাংলাদেশের রাজনীতিতে আর যাতে ফ্যাসিবাদের জন্ম না হয় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের ভারপ্রাপ্ত মহাসচিব তোজামেল হক তাজেম, প্রচার সম্পাদক মোঃ জাকির শিকদার, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি শ্রমিক আন্দোলনের সভাপতি মোঃ আলমগীর হোসেন, বাংলাদেশ পেশাজীবী সাংবাদিক পরিষদ (বাপসপ) এর প্রচার সম্পাদক মনজুর হোসেন, সদস্য নকীবুল হক প্রমুখ।