গাজীপুর খা- পাড়া এস আর পি সুয়েটার ফ্যাক্টরিতে বেতনের দাবীতে সারাদিন স্টাফদের আটকে রাখে শ্রমিকরা।এক পর্যায় রাতে ফ্যাক্টরির এম, ডি মো: শান্ত ও সি ই ও মো: সুমন সবাইকে ডেকে আগামী বৃহস্পতিবার তাদের বেতন পরিশোধ করার প্রতিশ্রুতি দিলেও বিক্ষুব্ধ শ্রমিকরা তা মেনে নেয় নি। পরে আবার ফ্যাক্টরির জিএম মো: বাচ্চু মিয়া শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলে কথা কাটাকাটির মধ্যে জি এম মো: বাচ্চু মিয়াকে শ্রমিকরা আহত করে, এতে শ্রমিক ও স্টাফদের মধ্যে হাতাহাতি হয়, তাতে দু’পক্ষের বেশ কয়েক জন আহত হন। পরে টংগী জোনের ৩ সদস্যের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের একটি টিম ও টংগী সরকারি কলেজের সমন্বয়ক আব্দুর রহমানের নেতৃত্বে কয়েকজন ছাত্র ফ্যাক্টরিতে গিয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আজ বৃহস্পতিবার জুলাই মাসের বেতন পরিশোধ ও আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিলে পরিস্থিতি শান্ত হয়।