গাইবান্ধায় বিদ্যুৎ বিভাগের সীমাহীন দুর্নীতি বন্ধ,মিথ্যা মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে বিদ্যুৎ উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতি। মঙ্গলবার (২০আগস্ট) দুপুরে গাইবান্ধা জেলা শাখার বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির অস্থায়ী কার্যালয়ে এক কর্মী সভার সিদ্ধান্ত ক্রমে জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ উপদেষ্টা বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়। জেলা সভাপতি মাসুদুর রহমান মাসুদসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সহ-সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন,সাধারণ সম্পাদক আনাউর রহমান, আহমেদুল রহিম, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সুমন, আব্দুল হালিম, আবুল কাশেম, জহরুল ইসলাম, আবুল কালাম, শ্রী ঋষিকেষ, নাজমুল হক, মাহাবুর মিয়া, নুরুল আমিন, আব্দুল হামিদ, শফিকুল ইসলাম, মোশাররফ হোসেন প্রমুখ।