রংপুরে বিদ্যুৎ বিতরণ ও বিক্রয় বিভাগের সহকারী প্রকৌশলীদের ১ দফা দাবির তোপের মুখে অবরুদ্ধ নেসকো’র প্রকৌশলী ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নগরীর খামার মোড় সংলগ্ন নেসকো কার্যালয়ে দীর্ঘদিনের বৈষম্য নিয়ে একদফা দাবিতে বিক্ষোভ করেন নেসকোর সহকারী প্রকৌশলী, কর্মকর্তা, কর্মচারীরা এক দফা দাবিতে উল্লেখযোগ্য বৈষম্য হলো ব্যবস্থাপনা পরিচালক জৈষ্ঠ্যতা মূল্যায়ন না করে পরিবার কেন্দ্রীক লোকদের পদন্নোতি দেয়। যা দীর্ঘদিনের বৈষম্য বলে অভিযোগ তাদের। পদোন্নতিতে ১২০ জনের পরীক্ষা নেয়া হলেও পরিবার ও পরিচিত মুখ দেখে তিনি স্বার্থ হাসিলের জন্য ৩৭ জনকে পদোন্নতি দেয়ার অভিযোগে। এই বৈষম্যের অবসান করে চাকুরীতে পদোন্নতি ও চুক্তিভিত্তিক কর্মচারীরা চাকরি স্থায়ীকরণের দাবি জানান। বিক্ষোভে ঝুঁকি নিয়ে কাজ করা শ্রমিকরা তাদের কাজের ওভার টাইমের দাবি তুলে ধরেন। তাদের কাজের ওভার টাইম ৬০-৮০ ঘন্টা সুযোগ না দিয়ে দেয়া হয় ১০ -২০ ঘন্টা। এই বৈষম্য তুলে ধরে পূর্ণ ওভার টাইম নিশ্চিতকরণের দাবি জানান শ্রমিকরা। এই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নেসকোর সহকারী প্রকৌশলী সারওয়ার জাহান সাঈদ। উল্লেখযোগ্য সমন্বয়ক জাকির হোসেন, রুহুল মারজান, মারুফ হোসেন, আরিফ খান, মজিবুর রহমান, মোস্তাকিনুর রহমান, সাদেকুল ইসলামসহ ৬৫জন। এ বিষয়ে জানার জন্য ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী জাকিউল ইসলামকে প্রশ্ন করলে তিনি উত্তর দিতে রাজি হয়নি।