ঠাকুরগাঁওয়ের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান পুলিশ লাইন হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষাথীরা। গতকাল মঙ্গলবার সকালে শির্ক্ষার্থীরা অত্র শিক্ষা প্রতিষ্ঠানে জড়ো হয়। পরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুলিশ সুপার কার্যালয়ে যায়। শিক্ষার্থীরা পুলিশ সুপার কার্যালয়ের সামনে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শন করে পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠকের সাথে দেখা করতে চাইলে বাধা দেওয়া হয়। পরে তারা বাধা উপেক্ষা করে ভেতরে প্রবেশ করলে পুলিশ সুপার শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য আসেন। এ সময় পুলিশ সুপার জানান, গত সোমবারে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায় প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি বরাবরে উক্ত পদ হতে ইস্ফতা প্রদান করেছেন। এ সময় শির্ক্ষার্থীরা অত্র শিক্ষা প্রতিষ্ঠানের আরও বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা উত্থাপন করলে পুলিশ সুপার সেগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা ফিরে আসে।