হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের তার গ্রামের বাড়িতে মা ও বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যদের কবর জেয়ারত করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধবিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। এই সময় ফারুক-ই-আজম বলেন, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নিহত হওয়া সকল শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্র নিবে এবং শহীদ পরিবারের পাশে সবসময় রাষ্ট্র থাকবে। দেশের জন্য তাদের এই আত্মত্যাগ ও বলিদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। প্রশাসন ও পুলিশের ভীতি দূর করতে উপদেষ্টারা কাজ করছে। দেশের সাধারণ মানুষের কল্যান ও উন্নয়নের জন্য অন্তবর্তীকালীন সরকার আন্তরিক ভাবে কাজ করছেন। গত সোমবার (১৯ আগস্ট) বেলা এগারটার দিকে তিনি পারিবারিক কবরস্থানে এ জেয়ারত ও মোনাজাত করেন। এ সময় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শোয়েব আহমদ খান, হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহরাজ শারবীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ ও মডেল থানার ওসি মনিরুজ্জামানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।