মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের আজমনি গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মৃত সিরাজূুল ইসলামের পুত্র এস কে এম জাদিদ আজমীর বাড়ীতে একদল দুর্বৃত্ত কতৃক হামলা, ভাংচুর ও দখলের অপচেষ্টা চালানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত ১২ আগষ্ট বিকেলে। এলাকাবাসীর অভিযোগ থেকে জানা যায় আজমনি গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী মৃত সিরাজূুল ইসলামের পুত্র এস কে এম জাদিদ আজমী দীর্ঘদিন ধরে পরিবার পরিজন নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করে আসছেন। এস কে এম জাদিদ আজমী প্রদত্ত আম মোক্তারনামা মুলে তার বাড়ীতে অবস্থানসহ তার সকল সম্পত্তি দেখাশোনা করে আসছেন তারই আত্মীয় শ্রীমংগল উপজেলার লামুয়া গ্রামের আনোয়ার হোসেনের পুত্র আহমদ হোসেন। এস কে এম জাদিদ আজমীর চাচা যুক্তরাজ্য প্রবাসী হাসানুজ্জামান খানের ইন্ধনে এস কে এম জাদিদ আজমীকে বাড়ী থেকে উছেদসহ তার সহায় সম্পত্তি দখলের উদ্দেশ্যে গত ১২ আগষ্ট বিকেলে হামলা, ভাংচুর ও দখলের অপচেষ্টা চালায় সম্পাসী গ্রামের সাহেল , ইকবাল, টিপু মিয়া, আজমনী গ্রামের জিলু মিয়া ও শাবনাজ বেগমসহ বেশ কয়েকজন দুর্বৃত্ত। আশে পাশের লোকজন এলে তারা পালিয়ে যায়। এর আগে ২০১৫ সালে লন্ডন প্রবাসী হাসান খাঁন তার বড় ভাই লন্ডন প্রবাসী মোঃ মোস্তফা মিয়াকে বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেন আহমদ হোসেন জানান গত ১ মার্চ ২০২৪ ইং ও ৯ এপ্রিল ২০২৪ ইং তারিখেও তারা বাড়ীতে হামলা চালায়। এ ব্যাপারে আহমদ হোসেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে পিটিশন মামলা ৫০/২০২৪ ইং দায়ের করেছেন। বর্তমানে আদালতে মামলাটি বিচানাধীন। তবুও তারা ক্ষান্ত হয়নি। বর্তমানে তারা আহমদ হোসেনকে প্রাননাশের হুমকি দিয়েছে বলে তিনি অভিযোগ করেন।