মানিকগঞ্জের শিবালয় উপজেলা উথলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্বাস আলী ও শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক হোসেনের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এসময় চেয়ারম্যানের নেমপ্লেট সড়িয়ে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন তারা। সোমবার সকালে আলাদাভাবে দু’টি ইউপি কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করে নেতাকর্মীরা।
সকাল ঢাকা-আরিচা মহাসড়কের উথলি বাসস্ট্যান্ড থেকে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি উথলি ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে চেয়ারম্যান আব্বাসকে ভোট চোর, মামলাবাজ, দুর্নীতিবাজ অ্যাখ্যা দিয়ে নানা ােগান দেন নেতাকর্মীরা। সেখানে চেয়ারম্যান কক্ষের সামনে নেমপ্লেট সড়িয়ে দিয়ে তালা ঝুলিয়ে দেন তারা।
উথলি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোফাজ্জল হোসেন সেন্টুর সভাপতিত্বে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক আমির খান, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক ফরিদুজ্জামান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মনিরুজ্জামান টুটুল, সদস্য সচিব নাজমুল হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক, মালেক হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মুন্না প্রমুখ বক্তব্য রাখেন। সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কামাল আহমেদ সুমন।
এ সময় বক্তরা বলেন, ‘আব্বাস আলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ভোট চুরি করে দলীয় ক্ষমতা প্রয়োগে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি গত ১৫ বছর বিএনপি নেতাকর্মীদের নামে মিথ্যা অভিযোগে মামলায় পুলিশ দিয়ে হয়রানি করেছেন। পুলিশের দালালি করতেন তিনি। এলাকা সহজ সরল মানুষকে জমি জমা নিয়ে মামলা দিয়ে ঘরোয়া সালিশ বসিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নিতেন। আমরা এই মামলাবাজ, দালাল ও দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারণ দাবি করছি। তাকে আমরা বয়কতট করছি। তাকে আর ইউপি কার্যালয়ে বসতে দেয়া হবে না। তাকে আমরা যেখানেই পাবো, প্রতিহত করবো।
এদিকে, রবিবার বিকালে শিমুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা গিয়ে চেয়ারম্যান জহির উদ্দিন মানিকে অপসারণ দাবি করে বিক্ষোভ করেছেন। এ সময় কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন তারা।
এ ব্যাপারে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলাল হোসেন বলেন, দু’টি ইউনিয়ন পরিষদের ঘটনা আমি ইতোমধ্যেই জেনেছি। ইউনিয়ন চেয়ারম্যানের বিষয়ে এখনো কোন দপ্তরিক নির্দেশনা আসেনি। নির্দেশনা এলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তাছাড়া ইউনিয়নের নাগরিক সেবা যাতে ব্যাহত না হয়। সেজন্য উধ্বর্তন কর্মকর্তার নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।’