রাজশাহীতে পাঁচ দফা দাবিতে ২০২৪ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। গত রোববার বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিলটি নগরীর সিএন্ডবি মোড় থেকে শুরু হয়। এরপর মিছিলটি রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীরা। শিক্ষা বোর্ডের সামনে অনুষ্ঠিত সমাবেশে পরীক্ষার্থীরা বলেন, আমাদের ওপর জোর করে পরীক্ষা চাপিয়ে দেওয়া যাবে না। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বর্তমানে এএচএসসি পরীক্ষার্থীরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত। এছাড়া অনেক পরীক্ষার্থী বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে শারীরিকভাবে আহত হয়েছেন। সবার কথা বিবেচনা করে স্থগিত পরীক্ষা না নিয়ে বিকল্প মূল্যায়নের ব্যবস্থা করতে হবে। এছাড়া পরীক্ষার্থীরা এ সময় আরও কিছু দাবি উপস্থাপন করেন। কর্মসূচিতে শতাধিক পরীক্ষার্থী অংশ নেন।