গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা বাজারের দক্ষিণ পাশে নিজেদের জমিতে ১৬ টি দোকান নির্মাণ করেছিলেন শরিফ খান নামের এক ব্যক্তি। তিনি ১৮ বছর ধরে সৌদি প্রবাসী। স্থানীয়রা জানান, আমাদের জানা মতে শরীফ খান একজন ভালো মানুষ, তিনি কখনো কারোর ক্ষতি করেন নাই। রাস্তার দুই পাশে ১৬ টি ঘর ছিল। ১৬ টি দোকানেই ছিল মালামাল। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করলে ওইদিন বিকেল থেকে শুরু হয় ভাঙচুর। ৬ তারিখ দুপুরের মধ্যে ইটা, রড ও টিনসহ সমস্ত কিছু কয়েকটি ট্রাক ভরে নিয়ে যায়। স্থানীয়দের কাছে জানতে চাইলে এসব কারা নিয়েছে? তখন, সাদেক ফকির, আবু সাঈদ, আবু নাঈম, আবু ইউছুফ ফকির,আবু সায়েম,রাছেল, আসিফসহ বেশ কয়েকজনের নাম বলেছে স্থানীয়। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সৌদি থেকে শরিফ খান এক ভিডিও বার্তায় বলেন, আমি আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত আমার কি এটা অপরাধ? আঠারো বছর ধরে সৌদি আরবে থাকি। কত কষ্ট করে টাকা রোজগার করে দেশে কয়েকটি দোকান করেছিলাম। দোকানের মালামালসহ মুহূর্তের মধ্যে ভেঙ্গে নিয়ে গেল। জীবনে কারোর ক্ষতি করি নাই। আমি এখন নিঃস্ব, পথে বসে গেলাম। ঘটনার পরবর্তী সময়ে আইন-শৃঙ্খলা বাহিনী থানায় কমরত না থাকায় কোন অভিযোগ দায়ের করতে পারেনি বলে জানান তিনি।