গাইবান্ধা সদর উপজেলার কুপতলা ইউনিয়নের চাপাদহ ২নং স:প্রা:বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় ক্ষুব্ধ হয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত রবিবার সকাল ১১ঘটিকায় চাপাদহ বুড়ির খামার ২নং স:প্রা:বি: সামনে প্রধান শিক্ষক এমদাদুল হকের বিরুদ্ধে মানববন্ধন করেছেন ওই বিদ্যালয়ের অভিভাবক, জমিদাতা, প্রাক্তন শিক্ষার্থীসহ স্থানীয় জনগণ। এলাকার বিশিষ্ট সমাজ-সেবক তারা মিয়ার সভাপতিত্বে ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আতাউর রহমান,শাকিল আহমেদ সিয়াম,মনিরুজ্জামান বিশাল,রাকিবুল ইসলাম রকি,কুপতলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাছনাইন আল আরাফাতসহ স্থানীয় জনগণ। বক্তারা বলেন, স:প্রা: বিদ্যালয়টিতে বিগত দিনে অনেক ভালো পড়াশোনা হতো। কিন্তু বর্তমান প্রধান শিক্ষক এমদাদুল হকের নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় ভঙ্গুর হয়ে পড়েছে পাঠদান ব্যবস্থা। ইতিপূর্বেও রোজিনা নামের এক সহকারি শিক্ষিকার অনুপস্থিত দুইমাসের বেতনের অর্ধেক উৎকোচ গ্রহণ করেন ২০হাজার টাকা ঐ টাকায় সিসি ক্যামেরা ক্রয় করেন এবং তা শ্রেণি কক্ষে ও শিক্ষিকাদের কক্ষে স্থাপন করেন। শিক্ষিকারা প্রয়োজনে কাপড় চোপড় পরিবর্তন, বাচ্চাদের দুগ্ধ পানের দৃশ্য দেখে প্রধান শিক্ষক বেশ মজা পান। বিষয়টি এলাকায় প্রচার হলে আলোড়ন সৃষ্টি হয়। প্রধান শিক্ষকের এহেন আচরণে ক্ষিপ্ত হয়ে শিক্ষিকারা সিসি ক্যামেরাটি খুলে ফেলার অনুরোধ জানান। প্রধান শিক্ষক এতে কর্ণপাত না করায় শিক্ষিকারা সিসি ক্যামেরাটি ভেঙ্গে ফেলেন। সহকারী শিক্ষিকা মোছা. বিউটি ও হামিদা জানান, আমরাও চাই প্রধান শিক্ষক এমদাদুল হক এখান থেকে অন্যত্র বদলী হয়ে যাক।