২০০৯ সালে ভারত ও আওয়ামীলীগ সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে সেনা অফিসার ও বিডিয়ার সদস্যদের হত্যার বিচারের দাবি এবং ঐ সময় চাকুরীচুত ও ক্ষতিগ্রস্থ বিডিয়ার সদস্যদের চাকরীতে পূনর্বহালের দাবিতে নড়াইলে মানববন্ধনও স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। সোমবার নড়াইল আদালত সড়কে চাকুরীচুত ও ক্ষতিগ্রস্থ বিডিয়ার সদস্য ও পরিবারবর্গ, নড়াইল জেলার আয়োজনে এ মানববন্ধন এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর নিকট প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। পওে একটি বিক্ষোভ মিছিল ঐ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে এসে শেষ হয়। মানববন্ধনে না: সুবে: তৌহিদুল ইসলাম, মোঃ নাজমুল হোসেন, মোঃ জিয়াউর রহমান, মোঃ তৌহিদুল আলম বক্তব্য রাখেন। এ সময় চাকুরীচুত ও ক্ষতিগ্রস্থ বিডিয়ার সদস্যগণ ও তাদেও পরিবাওে সদস্যরা উপস্থিত ছিলেনন। দর চাকরীতে বক্তারা বলেন, ২০০৯ সালে ভারত ও আওয়ামীলীগ সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে ৫৭ জন সেনা অফিসার ও বিডিয়ার সদস্যসহ মোট ৭৪ জন হত্যাকরা হয়, এ সকল হত্যার বিচার এবং এ সময় চাকুরীচুত ও ক্ষতিগ্রস্থ বিডিয়ার সদস্যদের চাকুরীতে পূনর্বহালের জন্য প্রধান উপদেষ্টাসহ অন্যান্য উপদেষ্টা ও সমন্বয়কদের কাছে দাবি জানান।