রাঙ্গুনীয়া পৌরসভার উত্তর ঘাটচেক, পাঁচ নম্বর ওয়ার্ড এর, সোনাইছড়ি গ্রামের বড়ুয়া পাড়ায় গত ১৫ আগস্ট বৃহস্পতিবার সংখ্যালঘু পরিবার প্রবাসী রুপক কুমার বড়ুয়ার বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে।এতে নগর অর্থ ও স্বর্ণালংকারসহ প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী পরিবার। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের অনলাইন প্রচার বিষয়ক সম্পাদক ফিনল্যান্ড প্রবাসী রূপক কুমার বড়ুয়ার বাড়িঘরে হামলা, আসবাবপত্র ভাংচুর ও লুটপাটকে তিনি সাম্প্রদায়িক হামলা বলে দাবি করেন। প্রবাসী রূপক কুমার বড়ুয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, দূবৃত্তদের টার্গেট হিন্দু-বৌদ্ধ সংখ্যালঘু পরিবার। এ বিষয়ে আমি তীব্র নিন্দা প্রকাশ করছি। শুধু তাই নয় জীবনের নিরাপত্তাহীনতার কারণে আমি দেশে আসতে পারছি না পাশাপাশি আমার পরিবারের অন্যান্য সদস্যরাও নিরাপত্তা হীনতায় ভুগছেন। ইতিমধ্যে ১৭ আগস্ট আমরা রাঙ্গুনিয়া থানায় একটি অভিযোগ করেছি জিডি নাম্বার ১৮৭১। বড়ুয়া পাড়ার গ্রামবাসীরা ডাকাতের ভয়ে রাতজেগে পাহারা দিচ্ছেন। বার বার আক্রমণের কারনে গ্রামবাসীসহ সবাই উদ্বিগ্ন। জানতে চাইলে এবিষয়ে বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন,দেশের বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, উপাসনালয়ে হামলা, অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনমনে নিরাপত্তাবোধ জোরদারে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য অন্তবর্তীকালীন সরকারের কাছে তিনি জোর দাবি জানান।