বিএনপি অফিস ভাঙচুর ও হত্যার পৃথক ২ মামলায় আওয়ামী লীগের ১৭২ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বগুড়া শহর বিএনপি অফিস ভাঙচুর ঘটনায় শনিবার রাতে শহর বিএনপির দপ্তর সম্পাদক আসিফ আশরাফ বাদী হয়ে বগুড়া সদর থানায় এ মামলা দায়ের করেন এই মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীর ১৫০জনের নাম উল্লেখ করে ও আরও অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আবু রায়হান ওরফে রহিম হত্যার ঘটনায় রহিমের মা ওরশন আরা বেগম শনিবার দুপচাঁচিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন এই মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীর ২২ জনের নাম উল্লেখ করে ও আরও অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করা হয়েছে। দুপচাঁচিয়া হত্যা মামলার ঘটনায় উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন, দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক মেয়র বেলাল হোসেনকে ১নং আসামি করে আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক, উপজেলা যুবলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, দুপচাঁচিয়া পৌর আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, তালোড়া পৌর আওয়ামীলীগের সভাপতি তালোড়া পৌরসভার সাবেক মেয়র আমিনুল ইসলাম বকুল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ রাজু। বগুড়া শহর বিএনপির কার্যালয় ভাঙচুর ঘটনা মামলায় উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন বগুড়া শহর আওয়ামীলীগের সভাপতি রফি নেওয়াজ খান রবিন, বগুড়া জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান শুভাশিস পোদ্দার লিটন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, শহর আওয়ামীলীগের সাবেক নেতা আব্দুল মান্নান আকন্দসহ আরও অনেকে। এই মামলায় আসামিদের তালিকায় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের উল্লেখ্যযোগ্য নেতাকর্মীদের নাম উল্লেখ করা হয়েছে।