দিনাজপরের পার্বতীপুর পৌরসভার দুর্নীতিবাজ মেয়র আমজাদ হোসেনে-এর পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে পৌর এলাকার বাসিন্দারা। রোববার সকাল ১১ টায় পার্বতীপুর পৌরসভার আওয়ামী লীগ সমর্থিত মেয়র মোঃ আমজাদ হোসেন-এর সেচ্ছায় পদত্যাগ ও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের উপর বিচার চেয়ে পার্বতীপুর পৌরসভার সামনে মানববন্ধনে বক্তারা বলেন সন্ত্রাসীদের গডফাদার, চাঁদাবাজি, মাদক সম্রাট এবং অনৈতিক কজে জরিত মেয়রের দ্রুত অপসারণ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। গত ৫ আগস্ট থেকে পৌরসভার মেয়র মোঃ আমজাদ হোসেন অনুপস্থিত থাকায় পৌরসভার দৈনন্দিনের সেবা কার্যক্রমের বিঘ্ন ঘটছে। এ বিষয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন বললে বর্তমান পরিস্থিতিতে এই সকল কার্যালয়ে জনপ্রতিনিধিগণ তাদের কর্তব্যে অংশগ্রহণ না করায় জনসাধারণের সেবা প্রাপ্তিতে বিঘ্নিত হচ্ছে। আশাকরছি দ্রুত বিষয় গুলো সমাধান হবে।