যশোরের ঝিকরগাছা পৌরসভার ১নং কাটাখাল গ্রামে গলায় ফাঁস দিয়ে নাজমুল হোসেন ওরফে টাইগার (৩৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে। কাটখাল গ্রামের বজলুর রহমানের ছেলে। নাজমুল হোসেন এর পিতা বজলুর রহমান বলেন, শনিবার (১৭ আগষ্ট) দুপুরে ছেলে আমার সাথে ভাত খাওয়ার কথা তার মাকে বলে ঘরের দরজা বন্ধ করে দেয়। ৩টার দিকে নাজমুল কে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে তার মা দরজার ফাঁক দিয়ে উঁকি দিয়ে নাজমুলকে ঘরের আড়ায় ঝুলে থাকতে দেখে জোরে চিৎকার দিয়ে ওঠে। এসময় আমরা দুজন মিলে ঘরের দরজা ভেঙে ছেলেকে নিচে নামায়। খোঁজ নিয়ে জানা যায়, নাজমুল এর স্ত্রী ও দুই ছেলে আসিফ (১৭) এবং রাকিব (১৪) চুয়াডাঙ্গায় তার নানা বাড়িতে থাকে। নাজমুলও দীর্ঘদিন সেখানে ছিলো। ৩ বছর পূর্বে সে ঝিকরগাছায় চলে আসে। তার স্ত্রী ও ছেলেরা তার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। এতে সে ডিপ্রেশনে ভুগছিলো। এছাড়া তার হাতে কোনো কাজও ছিলোনা। এসমস্ত কারনে সে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ঝিকরগাছা থানার এস আই খালেদুর রহমান বলেন, নাজমুলের আত্মহত্যার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিয়ে এসেছি। নিহতের স্ত্রী আসলে লাশের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।