চুয়াডাঙ্গায় কৃষকের সঙ্গে প্রতারণা করে মেয়াদ উত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রয় করার অপরাধে ২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। শনিবার (১৭ আগস্ট) দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে বীজ, কীটনাশক, মাংসের দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করার সময় এ জরিমানা করা হয়। অধিদফতরের সহকারী পরিচালক মোহা. সজল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেসার্স বিসমিল্লাহ বীজ ভান্ডার নামক প্রতিষ্ঠান তদারকিতে প্রচুর পরিমাণে মেয়াদ উত্তীর্ণ বীজ-কীটনাশক জব্দ করা হয়। কৃষকের সঙ্গে প্রতারণা করে মেয়াদ উত্তীর্ণ বীজ কীটনাশক বিক্রয়ের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আব্দুল মমিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে মেসার্স সোহাগ বীজ ভান্ডার নামক প্রতিষ্ঠানে তদারকিতে একই চিত্র পাওয়া যায়। ওই প্রতিষ্ঠান থেকেও অনেক মেয়াদ উত্তীর্ণ বীজ কীটনাশক জব্দ করা হয়। এসময় একই অপরাধ ও ধারায় প্রতিষ্ঠানটির মালিক আসলাম উদ্দিনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উভয় দোকান থেকে জব্দ করা মেয়াদ উত্তীর্ণ বীজ ও কীটনাশকগুলো মাটিতে পুতে নষ্ট করা হয়। অভিযানে ২টি প্রতিষ্ঠানকে এসব অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সবজি বাজার, মাংসসহ আরও কিছু প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল জেলা পুলিশের একটি টিম।