ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের রাজধরপুর গ্রামের রাজধরপুর মারকাজুল উলুম কওমী ও হাফেজিয়া মাদ্রাসা আগুন ধরে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাত প্রায় ১.৩০ মিনিটের সময় বিদ্যুৎ এর সটসার্কিটে আগুন ধরে মারকাজুল উলুম কওমী ও হাফেজিয়া মাদ্রাসায় এ দুর্ঘটনা ঘটে। একই স্থানে মাদ্রাসার মধ্যে ছেলেদের টিনসেট মাদ্রাসার ঘরটি আগুনে পুড়ে যায়। ওই ঘরটিতে ৩৭ জন শিক্ষার্থী পড়াশুনা করতেন। মাদ্রাসার পরিচালক হাফেজ আঃ হান্নান জানান, গত বৃহস্পতিবার শিক্ষার্থীদের ১ম সাময়িক পরীক্ষা শেষ হওয়ার ৫দিন মাদ্রাসা ছুটি দেওয়া হয় আর এর মধ্যে শুক্রবার দিবাগত রাত প্রায় ১.৩০ মিনিটের সময় বিদ্যুৎ এর সটসার্কিটে আগুন ধরে যায়। পরে আসে পাশের লোকের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনে। আশপাশের ঘরগুলো রক্ষা পেলেও মাদ্রাসাটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয় বলে মাদ্রসার পরিচালক দাবি করেন । এ বিষয়ে ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার(পিএএ) , মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, মধুখালী থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন কে গ্রামবাসীর পক্ষ থেকে আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জাকির হোসেন মোল্যা সকলের অবগত করেন । শনিবার সংবাদ পেয়ে ফরিদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) ইয়াসিন কবির ও সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, মাদ্রাসিাটি পরিদর্শন করেন এবং ক্ষয়ক্ষতির পরিমান বিষয়ে অবগত হন । পরিশেষে আড়পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যাপক জাকির হোসেন মোল্যা ক্ষয়ক্ষতির পরিমান তুলে ধরলে অতিরিক্ত জেলা প্রশাসক ইয়াসিন কবির বলেন জেলা প্রশাসককে জানানোর মাধ্যমে আপনাদের মাদ্রাসার জন্য সরকারী সাহায্যে দেওয়া হবে বলে আশ্বাস দেন ।