ফেনী জেলাধীন সোনাগাজী উপজেলার ভোর বাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ে পরিচালনা কমিটির মত বিনিময় সভা আজ সকালে বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আজীবন দাতা সদস্য হিসেবে সম্মানিত করা হয় বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী, বিশিষ্ট রাজনীতিবিদ মোশাররফ হোসেন লিটন-কে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি সদ্য অন্তর্ভুক্ত আজীবন দাতা সদস্য মোশাররফ হোসেন লিটন-কে ফুল দিয়ে বরন করে নেন। মত বিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ভোর বাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম। মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ভোর বাজার এডভোকেট বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য বীর মুক্তিযোদ্ধা মাষ্টার কবির আহমেদ। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন নবাবপুর ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক জহির উদ্দিন ভূঁইয়া সোহাগ বলেন আমাদের বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীরা যেন নির্বিঘ্নে বিদ্যালয়ে উপস্থিত হতে পারে সেজন্য সর্বোচ্চ পদক্ষেপ নিবেন প্রয়োজনে আমাদের সহযোগিতা নিবেন। আজীবন দাতা হিসেবে মোশাররফ হোসেন লিটন এর অন্তর্ভুক্তিতে সর্বোচ্চ কাজ করছেন ফখরুল ইসলাম খসরু এবং অনুপ্রেরণা দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা মাষ্টার কবির আহমেদ। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন মাওলানা মোক্তার আহমেদ, আবদুল হাই নিজামী, মুফতি আমিনুল আহসান, বখতার মুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের প্রভাষক ফখরুল ইসলাম খসরু, আমিরাবাদ আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার আ ন ম মহি উদ্দিন, এমদাদ উল্লাহ সেলিম, ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সমাজকল্যান সম্পাক জাফর উল্ল্যাহ খাঁন মামুন, অভিভাবক প্রতিনিধি মো: আবদুল কুদ্দুস, শিক্ষক মো: ফজলুল হক ভূইয়া, মাওলানা শহীদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, দাসের হাট উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আবদুল জব্বার, সোনাগাজী প্রেসক্লাব এর সাবেক সভাপতি সাংবাদিক জহিরুল হক খাঁন সজীব। আরো উপস্থিত ছিলেন মো: ইব্রাহীম, মো উসমান গনি মজুমদার, করিম উল্লাহ, জামশেদ আলম, সাইদুর রহমান, সুরের আহ্বানের শিল্পী ছায়িদ জ্জামান।