রাতের আঁধারে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে দোকানসহ মালামাল। থানায় জিডি করেও নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী। শুক্রবার রাতে লালমনিরহাটের আদিতমারী উপজেলার উত্তর গোবদা শটিবাড়ী বাজারে এ ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মুকুল মিয়া ওই এলাকার মৃত আলাউদ্দিন এর ছেলে। সে ওই বাজারের হার্ডওয়ার, টিন ও রড সিমেন্ট ব্যবসায়ী। জানাগেছে, প্রতিদিনের ন্যয় ওই বাজারে মেসার্স মুকুল ট্রেডার্স নামে দোকানটি রাতে বন্ধ করে কর্মচারীসহ বাড়ি চলে যায় মুকুল মিয়া। পরে রাতের আঁধারে একদল দুর্বৃত্ত ওই দোকানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুনে ব্যবসায়ীর দোকান ঘর ও দোকানে থাকা সকল মালামাল পুড়ে যায়। এতে ২০লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবী করেছেন ওই ব্যবসায়ী। এদিকে এ ঘটনার পর আতংকে দোকান মালিক মুকুল মিয়া আদিতমারী থানায় জীবনের নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু জিডি করার পর ক্ষুব্ধ হয়ে অজ্ঞাত দুর্বৃত্তরা লোক মারফত আরো ক্ষতি করার হুমকি দিচ্ছে। থানায় অবগত (জিডি) করেও জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন ব্যবসায়ী! ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মুকুল মিয়া জানান, আমার সাজানো দোকানের সব মালামাল পুড়ে গেছে। আমি এখন নিঃস্ব। থানায় অবগত (জিডি) করে এখন উল্টো নিরাপত্তাহীনতায় ভুগছি। আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী জানান, ওই অগ্নিকান্ডের ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।