নোয়াখালীতে মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি ও জেলা পরিষদের সদস্য মাসুদুর রহমান শিফনের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠা ও অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বিকালে চাটখিলে নাহারখিল গ্রামে মোহনা টেলিভিশনের জেলা অফিসে ব্যাপক ভাঙচুর করা হয়, পরে মাসুদুর রহমান শিফনের বাড়িতে হালমা চালিয়ে মূল্যবান জিনিস ও নগদ টাকা ও স্বর্ন-অলংকার লুটকরে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুরো বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয়। এছাড়াও তার একাধিক ব্যবসায়িক অফিস সহ রূপালী ব্রিক ফিল্ডও ভাংচুর করা হয়েছে। মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি শিফন বলেন, এটা কোনো শিক্ষার্থীর কাজ হতে পারে না। বিজয় উল্লাসের নামে একদল সন্ত্রাসী পরিকল্পিত ভাবে এসে দিনে দুপুরে ডাকাতি করে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতির কথা উল্লেখ করেন তিনি।