হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার বলেছে, ইসরাইল ও ফিলিস্তিনের যুদ্ধের ১১ তম মাসে এ পর্যন্ত অন্তত ৪০ হাজার ৭৪ জন নিহত হয়েছে।
মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ৪৮ ঘন্টার মধ্যে ৬৯ জন মারা গেছে। ৭ অক্টোবর হামাস ইসরাইলে হামলা চালালে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকায় ৯২ হাজার ৫৩৭ জন আহত হয়েছে। খবর এএফপি’র।