১৫ আগস্ট ২০২৪, ১০:৫৮ পিএম | অনলাইন সংস্করণ
facebook sharing buttonmessenger sharing buttonwhatsapp sharing buttontwitter sharing buttonlinkedin sharing button
রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ
রাজশাহীতে মিছিলের সামনের দিকে দাঁড়ানো নিয়ে বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘গণহত্যার’ সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বৃহস্পতিবার বিকালে রাজশাহীর কাটাখালীতে স্থানীয় বিএনপি আয়োজিত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে এ ঘটনা ঘটে।
এদিন বিকালে কাটাখালী পৌর বিএনপির নেতাকর্মীরা মাসকাটাদীঘি স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলের শুরুতেই কাটাখালী পূর্ব ও পশ্চিমপাড়া বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীরা সামনের সারিতে দাঁড়ানোর চেষ্টা করেন। তখন তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
মিছিল শেষে মাসকাটাদীঘি স্কুল মাঠে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় মাঠের এক প্রান্ত থেকে একপক্ষ দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে এলাকাটিতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে নেতাকর্মীদের দুপক্ষের মধ্যে আবারো সংঘর্ষের ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।
মিছিল শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজু আহমেদ মামুনসহ অন্যরা বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. ইউসুফ, রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মনিরুল ইসলাম মনির প্রমুখ।