বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন দমনে গণহত্যা ও গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচারের দাবিতে কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে সরাইল উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে বিক্ষোভ মিছিলটি সরাইল উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।এ সময় অবস্থান কর্মসূচি উপজেলা বিএনপির সভাপতি মো. আনিসুল ইসলাম ঠাকুরের সভাপতিত্বে, বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু, এ সময় বক্তব্যে বিএনপি নেতারা বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র জনতার গনঅভ্যুত্থানের মাধ্যমে দেশে স্বৈরশাসক শেখ হাসিনা বিদায় হয়েছে। দেশে আজ গণতন্ত্র ফিরিয়ে এসেছে, আজকের এদিনে আমি নিহত সকল বীর শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আমরা সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই।’আরোও বক্তব্য রাখেন সরাইল উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, সরাইল সদর ইউপি বিএনপি সভাপতি মো. কাঞ্চন মিয়া, উপজেলা যুবদল আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী,উপজেলা যুবদল সদস্য সচিব মো. নুর আলম,উপজেলা কৃষক দল আহবায়ক মো. মশিউর রহমান মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক দল আহবায়ক মেহেদী হাসান পলাশ,উপজেলা জাসাস আহবায়ক রিপন ঠাকুর, উপজেলা জাসাস সদস্য সচিব সৈয়দ জাকির হোসেন, সরাইল উপজেলা ছাত্রদল সাবেক সদস্য সচিব, মীর ওয়ালিদ প্রমুখ।