ফরিদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তি সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকালে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ হতে একটি পদযাত্রা শহর প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংকের মোড়ে এসে শেষ হয়। এখানে সংক্ষিপ্ত পথসভায় বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা রিয়াজ আহমেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন আবরার নাইম ইতু, মোহাম্মদ অনিক, মহসিন ফয়সাল , জান্নাতুল ফেরদৌস, মোঃ এনামুল , নিশাত নাবিলা, মোঃ আরাফাত, মোহাম্মদ জনি, নূর মোহাম্মদ প্রমূখ। সভায় বক্তারা বলেন আমাদের সবাইকে সচেতন থাকতে হবে এবং যে কোন অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে । এই আন্দোলনকে কেন্দ্র করে যদি কেউ নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা করে তাহলে তা কঠোর হস্তে দমন করা হবে। এছাড়া বৃহস্পতিবার সকালে সরকারি রাজেন্দ্র কলেজে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়।