পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় নিজ বাড়িতে মা ও দুই সন্তান নিহত হয়েছে। গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার বলরামপুর ইউনিয়নের দলুয়া দিঘি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই এলাকার কাপড় ব্যবসায়ী সেলিম উদ্দীনের স্ত্রী তাসলিমা আক্তার (৩৫) ও তার দুই ছেলে সন্তান সৈকত (১২) ও সায়হাম (৯)। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সেলিম পার্শ্ববর্তী বোদা বাজারে অবস্থিত তার কাপড় দোকান বন্ধ করে বাড়িতে যান। এ সময় বাড়ির ড্রয়িং রুমের দরজা খোলা দেখে কাছে গেলে মেঝেতে স্ত্রী ও সন্তানদের রক্তাক্ত মরদেহ দেখে চিৎকার করতে থাকেন। দ্রুত প্রতিবেশীরা ছুটে এসে মরদেহ দেখে পুলিশকে খবর দেন। এদিকে খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে যায়। আটোয়ারী থানার ওসি মুসা মিঞা বলেন, ঘটনাস্থলে এসে একজন নারী ও তার দুই সন্তানের মরদেহ ড্রয়িং রুমের মেঝেতে পাওয়া গেছে। ঘটনা তদন্তে সিআইডি ও ক্রাইমসিনের প্রতিনিধি দল কাজ করছে। তাদের দেওয়া তথ্য মতে বিভিন্ন অ্যাঙ্গেলে তদন্ত চালানো হবে। এ রিপোর্ট লিখা পর্যন্ত মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।