ঢাকার ধামরাইয়ে সন্ত্রাস,নৈরাজ্য প্রতিহত করতে কেন্দ্রীয় কর্মসুচির আংশ হিসাবে অবস্থান কর্মসুচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব তমিজউদ্দিন ও ঢাকা জেলা যুবদলের সভাপতি মোঃ ইয়াছিন ফেরদৌস মুরাদ এর নেতৃত্বে খন্ড খন্ড মিছিল নিয়ে আইঙ্গনের মোড় এবং উপজেলা চত্বরে অবস্থান নিতে থাকে নেতাকর্মীরা। এই সময় বিভিন্ন শ্লোগানে মুখরিত হয়ে উঠে ধামরাই উপজেলা চত্বর। কর্মসুচিতে অণ্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ ফরহাদ হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আলীম মাস্টার, ধামরাই পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আশিকুজ্জামন স্বপন, পৌর বিএনপির অর্থ সম্পাদক মো. দুলাল হোসেন,ঢাকা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোঃ ইবাদুল হক জাহিদ, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি খুররম চৌধুরী টুটুল, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ইশতিয়াক আহম্মেদ ফারুক, ঢাকা জেলা যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, মো জাহিদুল ইসলাম জাহিদ যুবদল নেতা, উক্ত কর্মসুচিতে নেতাকর্মীরা বলেন, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে নেতাকর্মীদের নিজ নিজ জায়গা থেকে কাজ করার আহবান জানানো হয়। একই সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-ছাত্রীদেও হত্যার প্রতিবাদ জানিয়ে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনাসহ জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে ধামরাই হার্ডিঞ্জ সরকারী স্কুল এন্ড কলেজের গেটের সামনে মোঃ আফিকুল ইসলাম সাদ নামে এক ছাত্র নিহত হয়। তার আত্মার মাগফিরাত কামনা করে ঐ স্থানে সাদ চত্বর বলে ঘোষনা করেন যুবদলের সভাপতি মোঃ ইয়াছিন ফেরদৌস মুরাদ। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ধামরাই বাজার হয়ে ঢুলিভিটা হয়ে থানা বাসস্ট্যান্ড গিয়ে শেষ করেন।