সেন্টমার্টিনে কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও বিপুল পরিমাণ বিদেশী মদসহ আটক ০৭ করা হয়। গতকাল বুধবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ০৩০০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিন কর্তৃক সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ হতে আনুমানিক ০১ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে বাংলাদেশ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মায়ানমার সমুদ্র এলাকা হতে সন্দেহজনক একটি কাঠের বোট বাংলাদেশ সমুদ্র এলাকায় প্রবেশ করে। কোস্টগার্ড অভিযানিক দল কর্তৃক উক্ত বোটটিকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেস্টা করলে কোস্টগার্ড বোটটি আটক করতে সক্ষম হয়। অতঃপর বোটটি তল্লাশী করতঃ ৮৩ বোতল বিদেশি মদ ও ০২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) সহ ০৭ জন মাদক চোরাচালানকারীকে আটক করা হয়। তিনি আরও বলেন, জব্দকৃত বিদেশী মদ ও ক্রিস্টাল মেথ (আইস) সহ আটককৃত ০৭ জন মাদক চোরাচালানকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।