সিরাজগঞ্জের তাড়াশে গত কয়েক দিনের বৃষ্টিতে প্রায় পাঁচ হাজার হেক্টর ফসলি জমিতে রোপণ করা আমন ধান ডুবে গেছে। তাড়াশ উপজেলা কৃষি কর্মকতা আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত কয়েক দিনের বৃষ্টিতে রোপনকৃত রোপা আমন ধানের চারা নিমজ্জিত হয়েছে। তবে দ্রুত এ পানি নেমে গেলে কৃষকরা কিছুটা রক্ষা পাবেন। জেলা কৃষি বিভাগ বলছে, ওই উপজেলায় যত্রতত্র পুকুর খনন ও পানি প্রবাহের পথ বন্ধ হওয়ায় এ জলাবদ্ধতা তৈরি হয়েছে। এছাড়া তালম ইউনিয়নের মধ্যদিয়ে এক সময় করতোয়া নদী হয়ে পানি চলনবিলে যেত। কিন্তু কালের বিবর্তনে সেই নদীর বুকে এখন বসতঘরসহ বিভিন্ন স্থাপনা গড়ে ওঠেছে। বর্তমানে ওই বিলে এসব ইউনিয়নের পানি নামার কোনো সুযোগ নেই। এ কারণে ফসলি মাঠের জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জানা যায়, উপজেলার পৌরসভা, তালম, দেশিগগ্রম, মাধাইনগর ও বারুহাঁস ইউনিয়নের প্রায় ৫ হাজার হেক্টর ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সদ্য রোপণ করা কাটারিভোগ, ব্রি-৩৪, জিরাশাইল, ব্রি- ৫৮, ব্রি- ৯০, ব্রি- ৩৪, ব্রি- ৪৯ জাতের রোপা আমন ধানের চারা ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত তালম ইউনিয়নের মানিক চাপড় গ্রামের কৃষক আমিনুল হক বলেন, যেখানে সেখানে পুকুর খনন ও পানি প্রবাহের পথ বন্ধ করায় এ জলাবদ্ধতা। জমি থেকে দ্রুত পানি নেমে না গেলে ধানের চারা পচে নষ্ট হয়ে যাবে।