নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির নামে এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে এবং গুলি করে আহত করায় দুর্বৃত্তদের বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সচেতন সাংবাদিক সমাজ ও সাংবাদিক ইউনিয়নের ব্যানারে প্রচন্ড রোদের মধ্যে সকাল পৌনে ১১টা হতে সাড়ে ১২ টা পর্যন্ত নরসিংদী প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে দেশরুপান্তরের রায়পুরা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মনিরুজ্জামান মনিরের ওপর হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি নুরুল ইসলাম,রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল ইসলাম মতি,রিপোর্টার্স ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম রিপন,সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহাদাত হোসেন রাজু, সম্পাদক পরিষদের সভাপতি জয়নাল আবদীন,দেশ টিভির জেলা প্রতিনিধি সুমন বর্মন,ডিবিসির জেলা প্রতিনিধি তোফায়েল আহম্মেদ স্বপন,আনন্দ টিভির জেলা প্রতিনিধি মনিরুজ্জামান মনির প্রমুখ। তারা বলেন, সাগর ও রুনি হত্যাকান্ডের বিচার এখনও করা হয়নি। সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও নির্যাতনের ঘটনাও বেড়ে গেছে। সাংবাদিক মনিরুজ্জামানের উপর মঙ্গলবার প্রকাশ্যে হামলা ও গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। সাংবাদিক মনির এখন ঢাকা মেডেকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। আজ আমরা দুর্বৃত্তদের বিচারের দাবীতে এক হয়েছি। আহত সাংবাদিক মনিরের পাশে আমরা আছি। রিপোর্টার্স ইউনিটির সভাপতি শফিকুল ইসলাম মতি বলেন, সাংবাদিকের উপর হামলা এ ধরনের ঘটনায় আমাদের একতাবদ্ধ থাকাটা খুব জরুরি। সাংবাদিকদের নির্যাতনের প্রতিবাদে সবাইকে সোচ্চার ও এক হতে হবে। সাংবাদিক নির্যাতন এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আগের ঘটনার সুষ্ঠু বিচার না হওয়ার কারণেই দিন দিন এর ব্যাপকতা বাড়ছে। রোদ বৃষ্টি উপেক্ষা করেই আমাদের সংবাদ সংগ্রহ করতে হয়। কিন্তু আজ আমাদের এ প্রচন্ড রোদের মধ্যে বিচারের দাবীতে রাস্তায় দাঁড়াতে হয়েছে, সহকর্মী সাংবাদিক মনির ভাইয়ের ওপর হামলার প্রতিবাদ জানাতে। আমরা আশাকরি প্রশাসন এ ঘটনার দ্রুত বিচার করবেন এবং দায়ীদের দৃষ্টান্তমূলক সাজা দেবেন।