শিবচরে বড় শোডাউন করেছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক কামাল জামান নুরুদ্দিন মোল্লা । গতকাল বুধবার শিবচর সদর রোড হয়ে একাত্তর রোডে প্রবেশ করে সম্প্রীতি সমাবেশের নামে এ কর্মসূচিতে অনুসারী কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। তবে এ কর্মসূচিতে শেষ করে তার গুয়াতলার নিজ বাসভবনে অবস্থান নেন । জানা গেছে, শেখ হাসিনার পতনের পর অনুসারীরা কামাল জামান নুরুদ্দিন মোল্লার বাড়িতে শুরু করে এক পর্যায়ে নেতাকর্মীদের মাঝে বহু বছর পর এক মিলন মেলায় রুপনেয়। বুধবার দুপুরে ঢাকা থেকে শিবচর উপজেলায় পৌঁছান । তাঁকে নিয়ে বড় শোডাউন দেয় অনুসারীরা। সম্প্রীতি সমাবেশে তিনি একাই বক্তব্য দেন। কামাল জামান নুরুদ্দিন মোল্লা দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয় নস্যাৎ করতে এখনও নানা ষড়যন্ত্র চলছে। একটি চক্র হামলা-লুটপাট করে আন্দোলন প্রশ্নবিদ্ধ করছে। এর বিরুদ্ধে বিএনপি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে।