বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়ায় বিগত ১৬-১৭ বছর পর বিএনপির দলীয় কার্যালয় গুলো নেতা-কর্মীদের পদচারনায় মুখরিত হতে শুরু করেছে। সারা বাংলাদেশে বিএনপির দলীয় কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে নতুনভাবে কার্যালয় গুলো উদ্বোধন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় ফেনী জেলার সোনাগাজী উপজেলাধীন ভোর বাজারে ৯নং নবাবপুর ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়। নবাবপুর ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি, সাবেক ছাত্রদল-যুবদলের সভাপতি শামসুদ্দিন সেলিম এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ আবু ইউসুফ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাষ্টার কবির আহমেদ। দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাষ্টার ইব্রাহিম মোমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন আবু ইউসুফ বাদল, আব্দুল কাইয়ুম, মাষ্টার মোহাম্মদ সাহাব উদ্দিন, বোরহান উদ্দিন সবুজ, ইব্রাহিম মুক্তি, ইসমাইল হোসেন বাবুল, যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, মোজাম্মেল হোসেন আরিফ, নবাবপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি মনির আহমেদ, জাফর উল্যাহ খান মামুন, নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন ফরহাদ ও নবাবপুর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাবু। মাষ্টার কবির আহমেদ বলেন, বিগত আ’লীগের আমলে অন্যায়ভাবে নিহত সকলের রুহের মাগফিরাত কামনা করছি। আমার অনুরোধ তোমরা ধৈর্য্যধারন করো, তারা আমাদোর নির্যাতন করেছে আমরা সেটা করবোনা, তবে যারা অন্যায় করেছে তাদের বিচার আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যোমে করা হবে। সামসুদ্দিন সেলিম বলেন, কথা একটাই-কোন অনিয়ম চলবেনা। বিরাজমান শান্তিপূর্ণ পরিবেশ স্থিতিশীল রাখার পাশাপাশি সামাজিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারে মনোনিবেশ করবো আমরা। একটি নিয়মতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোশারফ হোসেন লিটন, যুবদল নেতা মাজাহারুল ইসলাম রাসেল, যুবদল নেতা আরিফুল হক নিরব, শরিফুল ইসলাম রানা, মাসুদ, মোহাম্মদ হানিফ, নিজাম উদ্দিন সুমন, আবুল কাশেম বাচ্চু, নুরুল আপচার শিপন, মোহাম্মদ শহিদ, মিজানুর রহমান, মোহাম্মদ ইসমাইল, ইমাম হোসেন, গিয়াস উদ্দিন, নুর নবী পারভেজ। আরো উপস্থিত ছিলেন ছাত্রনেতা- আশরাফুল হক সাজু, এরশাদ উল্যাহ তুহিন, ইয়াকুব তাফিম, আরিফুল ইসলাম, সাইমুন হাসান, হেদায়েত উল্যাহ তাসিম, মোহাম্মদ বাবু, মাজেদুল হক জুমন, আবু তৈয়ব ফাহিম, আনোয়ার হোসেন রাজিব, শামীম ইসমাইল সহ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।