নোয়াখালীর কোম্পানীগঞ্জে স্কুল শিক্ষিকার ওপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টায় বসুরহাট জিরোপয়েন্টে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে বসুরহাট একাডেমীর শিক্ষিকা তাহমিনা ইয়াছমিন নুপুর বাসা থেকে স্কুলে যাওয়ার পথে মুখোশধারী ৫/৬জনের একদল দুর্বৃত্ত শিক্ষিকার মাথার পিছনভাগে লাঠি দিয়ে আঘাত করে এবং দুই হাত ও পেটে ছুটিঘাত করে হত্যার চেষ্টা করলে স্থানীয়রা এগিয়ে আসলে দৃর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় শিক্ষিকা অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অসুস্থতা জনিত কারণে পেটে বেল্ট থাকায় ওই শিক্ষিকা প্রাণে বেঁচে যায়। পরে শিক্ষিকাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। উক্ত ঘটনার প্রতিবাদে একাডেমীর পরিচালনা পর্ষদ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা এ মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, জামায়াতে ইসলামী বসুরহাট পৌর আমীর মাওলানা মোশারফ হোসেন, চাপরাশিরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও ভিকটিমের পিতা আবুল বাশার, বিএনপি নেতা আফতাব আহমেদ বাচ্চু, এএসএম কামাল উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি আমির হোসেন বিএসসি, একাডেমীর পরিচালক ফারুকুল ইসলাম, মাস্টার মিজানুর রহমান সেলী, একাডেমীর অধ্যক্ষ সাজেদা আক্তার খানম প্রমুখ।
বক্তারা অবিলম্বে বর্বোরোচিত এমন নগ্ন হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানায়।