মানিকগঞ্জের শিবালয়ে দূর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে আট টি দোকান।এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা।
আজ বুধবার (১৪ আগস্ট) ভোরের দিকে উপজেলার তেওতা বাসেট তিন রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার।
স্থানীয়দের সূত্রে জানাগেছে, ভোররাত সাড়ে তিনটার দিকে আগুন জ্বলতে দেখে এগিয়ে আসে এলাকাবাসী। মূহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে যায় এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রায় এক ঘন্টা আগুন জলতে থাকে। এরি মধ্যে জয়নালের কাপড়ের দোকান, রাজ্জাকের হোটেল, রহমানের মুদির দোকান, মালেকের মুদির দোকান, আল- আমিনের মুদির দোকান, মাসুমের মুদির দোকান, সফিকুলের ওষুধের দোকান ও মঙ্গল শীলের সেলুন আগুনে পুড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে বলে জানান তারা।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুন জ্বলার সময় কয়েকটি দোকানের শাটারের তালা ভাঙ্গা ছিলো। তাছাড়া কয়েকটি দোকানের টিন বাইরে ভাঙ্গা অবস্থায় দেখতে পাওয়া যায়। তাদের প্রাথমিক ধারণা দূর্বৃত্তরা দোকানগুলোতে ভাংচুর চালিয়ে মালামাল লুট করে আগুন দিয় পালিয়ে গেছে।
মার্কেটের মালিক তপু মিয়া জানান, এক বছর আগে ২০ লাখ টাকা খরচ করে মার্কেট করে দোকান ঘর ভাড়া দেন তিনি। কোন রাজনৈতিক দলের সঙ্গেও তিনা জড়িত নন। তারপরও শত্রুতার জেড়ে তার মার্কেটের দোকান ঘর পুড়িয়ে দেন দূর্বৃত্তরা। তদন্ত পূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ওই মালিক।
বিষয়টি নিশ্চিত করে শিবালয় থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার জানান, আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে আলোচনা করে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে ।