যশোর জেলার কেশবপুর উপজেলার ১০ নং সাতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এর আয়োজনে মঙ্গলবার বিকালে শান্তি ও সম্প্রীতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ কেশবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অসীম কুমার ভট্টাচার্যের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন শাখার সভাপতি কার্তিক কুমার আঢ্য,সহ- সভাপতি রামচন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শম্ভু দেব নাথ,১০ নং সাতবাড়িয়া ইউনিয়ন বি এন পি এর সহ- সভাপতি মোঃ রুহুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জি এম আবুল হোসাইন,৩ নং ওয়ার্ড বি এন পির সভাপতি শেখ আসাদুল্লাহ প্রমুখ।মতবিনিময় সভায় বক্তারা বলেন আমরা হিন্দু – মুসলিম ভাই ভাই। সর্বদা শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থেকে সুন্দর বাংলাদেশ গড়ে তুলি।