ঢাকার ধামরাই উপজেলার নান্নার সূয়াপুর স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক আনোয়ার ইসলাম তালুকদারের পদত্যাগের দাবিতে সূয়াপুর নান্নার রাস্তায় কয়েকশত শিক্ষার্থী মানববন্ধন করেন। এসময় শিক্ষার্থীরা বলেন আমাদের দাবি একটাই আনোয়ার ইসলাম তালুকদার স্যার যে পর্যন্ত পদত্যাগ না করবে সে পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। তিনি প্রধান শিক্ষক থাকাকালীন সময়ে শিক্ষার্থীদের সাথে এবং শিক্ষার্থীর পরিবারের সাথে খারাপ আচরণ করেছে, কোন ছাত্র ছাত্রী ভালো রেজাল্ট করলে সে হাফ বেতনে পড়ার সুযোগ পায় বা গরীব অসহায় শিক্ষার্থীরাও হাফ বেতনে পড়ার সুযোগ পেয়ে থাকে কিন্তু আমাদের এই নান্নার সূয়াপুর স্কুল এন্ড কলেজ ভিন্ন এখানে হাফ বেতনে পড়ার কোন সুযোগ নেই বললেই চলে। কেউ যদি রিকুয়েষ্ট করত বেতন কমিয়ে দেওয়ার জন্য তাকে অপমানিত হতে হত। তার ২৮ টির মতন দুর্নীতি আছে তার বিরুদ্ধে স্কুলের কোন শিক্ষক তার কথার বিরুদ্ধে কথা বলতে পাড়ত না। তিনি যেভাবে ইচ্ছে সে ভাবেই স্কুল পরিচালনা করত। কেউ বাধা নিতে পারত না। তাই আমরা চাই অতি দ্রুত তিনি পদত্যাগ করে বিদায় নিয়ে চলে যাক, এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে সে কত টাকা দূর্নীতি করেছে তার হিসাব ও দিয়ে যেতে হবে। এময় স্কুলের এক শিক্ষিকা দাবি করেন আমি যখন মাতৃত্ব কালীন ছুটিতে ছিলাম দুই মাস যেতে না যেতেই প্রধান শিক্ষক আমাকে বলে স্কুলে আসার জন্য, আমি তখন বললাম আমার ছুটি তো ছয় মাসের কিন্তু তিনি আমার কোন কথা শুনেন না, পরে বাধ্য হয়ে আমি জয়েন করি। কিন্তু তিনি আমার আমাকে বলে এক মাসের ছুটিতে থাকতে আমি অফিস করলে আমাকে ঈদ বোনাস, পহেলা বৈশাখের ভাতা দিতে হবে তাই আমাকে আবার জোর পূর্বক ভাবে ছুটি দেয়। তখন এর প্রতিবাদ কেউ করতে পারেনি তার ভয়ে। এসময় স্কুলের অনন্য শিক্ষকরাও তার পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন। সভাপতি ডঃ সাইদুর রহমান সেলিম বলেন প্রতিটি কাজই নিয়ম মেনে করতে হয়, আমি বিষয়টি নিয়ে শিক্ষকদের সাথে বসবো, ওনার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমান করতে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে, তাহার কাছে কোন টাকা পয়সার হিসেব থাকলে তাহাতো আদায় করতে হবে, তাই পদত্যাগ করতে একটু দেরি হচ্ছে।