চট্টগ্রামের সীতাকুণ্ডে ফৌজদারহাটে শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে ট্রাফিক পুলিশ কার্যক্রম শুরু করা হয়েছে। জানা যায়, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের আন্দোলন -সহিংসতার জেরে এক সপ্তাহ পর দেশের সব জেলার মতো চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়কে ছিল না কোন ট্রাফিক পুলিশ। পুলিশ শূন্য রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে বাঁশি-লাঠি হাতে এ কয়েকদিন সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ করেছেন শিক্ষার্থীরা।এ অচলাবস্থার পর সোমবার(১২ আগস্ট)উপজেলার ফৌজদারহাট ট্রাফিক পুলিশ শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে কার্যক্রম শুরু করেন। এসময় উপস্থিত ছিলেন,টিআই রফিক আহম্মদ মজুমদার, টি আই আবদুল্লাহ, সাজেন্ট মাহাবুব,বিভিন্ন বিদ্যালয়ের ছাএ-ছাত্রী ও স্থানীয়রা।