ঢাকা-ফরিদপুর রুটে পরিবহন সিন্ডিকেট এর বিরুদ্ধে সাধারণ জনগণ এর মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার জেলা প্রশাসক এর কার্যালয় এর সামনে মানববন্ধন শেষে জেলা প্রশাসক ফরিদপুর বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। “বাংলাদেশ সরকার কর্তৃক লাইসেন্স প্রাপ্ত যে কোন পরিবহন কোম্পানি যেনো ঢাকা-ফরিদপুর রুটে যাত্রী পরিবহন করতে পারে এবং অতিরিক্ত ভাড়া নেয়া বন্ধ করার জন্য ফরিদপুরের সাধারণ জনগণের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে এই মানববন্ধন। এই মানব বন্ধন থেকে কর্তৃপক্ষকে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহবান করা হয়।