গত ৫ আগস্ট থেকে বাংলাদেশ পুলিশবাহিনী সকল প্রকার দায়িত্ব পালন থেকে কর্মবিরতি ঘোষণা করেন। যার ফলে দেশের আইন শৃঙ্খলা ভেঙ্গে পড়ার উপক্রম হয়। সেনাবাহিনী ও আনসার বাহিনী দ্বারা সাময়িক ভাবে আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করানো হয়। ১১ দফা দাবি নিয়ে কর্মবিরতি ঘোষণার পর থেকে আইন শৃঙ্খলার নতুন এক শঙ্কা জাগে দেশে। তবে সব শঙ্কা দুর করে কর্মস্থলে ফিরছে পুলিশ। স্বস্তি ফিরছে জনমনে। সোমবার সকাল থেকেই আদালতে ডিউটি করতে দেখা যায় পুলিশ সদস্যদের। অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), সুনামগঞ্জ জাকির হোসেন জানান,গতকাল (রবিবার) রাত থেকেই সুনামগঞ্জের ১২ টি থানায় পুরোদমে কাজ করছে পুলিশ। এই সময় তিনি সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।