এক সপ্তাহ পর নওগাঁয় আবারো পুলিশের পোশাকে কাজে যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা। সোমবার (১২ আগষ্ট) সকালে শহরের মুক্তির মোড়ে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক ব্যবস্থা চালুর মধ্যে দিয়ে পুলিশ সদস্যরা কাজ শুরু করেন। এতে স্বস্তি নেমে এসেছে জেলার সাধারণ মানুষের মাঝে। এদিকে কাজে ফেরায় সাধারণ শিক্ষার্থী ও বিএনপিসহ সাধারণ মানুষের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় পুলিশ সদস্যদের। এদিকে পুলিশ সদ্যরা আবারো কাজ যোগ দেওযায় শিক্ষাথীরা পড়ার টেবিলে ফিরে যেতে চান। এসময় নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক সংবাদিকদের বলেন, কয়েকদিন আগে থেকেই থানার কার্যক্রম শুরু হয়েছে এবং সেনাবাহিনীর সাথে যৌথ টহল চলমান ছিলো। আজকে থেকে পুরোদমে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা। মানুষের নিরাপত্তায় পুলিশ সদস্যরা কাজ করে যাবে বলে জানান তিনি।