গোপালগঞ্জের বর্তমান পরিস্থিতি, চলমান আন্দোলন-সংগ্রাম ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন করা বিষয়ে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। সোমবার (১২ আগস্ট) সকাল ১০টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও সাধারণ সম্পাদক জিএম সাহাবউদ্দীন আজম ব্রিফিং করেন। এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুন্সী আতিয়ার রহমান, দপ্তর সম্পাদক ইলিয়াস হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভাপতি মাহবুব আলী খান বলেন, গত ৫ আগস্ট স্বাধীনতা বিরোধী অপশক্তি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ, জাতির পিতার প্রতিকৃতি ভাংচুর, দেশব্যাপী আওয়ামীলীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে লুটপাট, অগ্নিসংযোগ করেছে। আমরা আবারো আন্দোলন-সংগ্রামের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে যোগাযোগ্য সম্মানের সাথে দেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী নির্বাচিত করব। তিনি আরো বলেন, গত ১০ আগস্ট গোপালগঞ্জের গোপিনাথপুরে বিক্ষোভ মিছিল কে কেন্দ্র করে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে একটি ভুল বোঝাবুঝি হয়েছে, এবিষয়ে জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। পাশাপাশি নেতা কর্মীদের নিরস্ত্র হয়ে শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম করার নির্দেশ দেয়া হয়েছে। আমরা সেনাবাহিনী কে প্রতিপক্ষ মনে করি না, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন সংগ্রাম করতে চাই, এটা আমাদের নাগরিক অধিকার। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন বিষয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশে না থাকলেও আমরা প্রতিবছরের ন্যায় টঙ্গীপাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিপুল জমায়েত করে জাতীয় শোক দিবস পালন করব। ওইদিন জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতা কর্মীরা সহ সর্বস্তরের জনসাধারণকে নিয়ে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।