যারা ছিলেন কলম হাতে নিজের সুন্দর জীবন গঠনের পথে, তারা এবার নামলেন আলফাডাঙ্গা নগরী আর্বজনা মুক্ত করতে। রোববার সকাল থেকে আলফাডাঙ্গা সদরের কয়েকটি স্থানে চলে দিনভর কর্মসূচি। পরিস্কার অভিযানে যত্রতত্র ময়লা না ফেলতে সাধারণ মানুষকে অনুরোধও করেন তারা। আলফাডাঙ্গা সদর বাজার, হাসপাতাল রোড ও সরকারি হাইস্কুলের আশেপাশের সড়কে পড়ে থাকা আবর্জনা দল বেঁধে পরিস্কার করেন বিনা শ্রমের শিক্ষার্থীরা। আলফাডাঙ্গার শিক্ষার্থী মাজহারুল ইসলাম মাহমুদ, শেখ রিশাদ, সাদুজ্জামান মিনা, রিফা তাসনিয়া জেরিন ও ফজলে রাব্বির সমন্বয়ে পরিচ্ছনা অভিযান পরিচালনা করা হয়। এ পাঁচ সমন্বয়ক জানান,আমরা আলফাডাঙ্গার ছাত্র সমাজ সবাই একসাথে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে কাজ করি এবং দোকানদারদের সচেতন করি। দেশ গঠনে সকলে মিলতভাবে কাজ করতে হবে। দেশটা আমাদের গড়তে হবে আমাদেরই। আপনার, আমার, আমাদের সবার দায়িত্ব এটা। তাদের এ কাজে অনেকেই সহযোগীতা করেছেন তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা সবাইকে আহবান জানান, নিজ নিজ অবস্থা থেকে সবাইকে পরিস্কার পরিচ্ছন্ন বিষয়ে আরও সচেতন হতে বলেন।