চলমান দায়িত্বকালীন বিভিন্ন সময়ে জেলা আনসার ব্যাটালিয়ান ও সাধারণ আনসার সদস্যরা থানা ও তার আশে- পাশের এলাকা হতে অস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন মালামার উদ্ধার করে থানায জমা দেন। রবিবার সন্ধ্যায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট” মির্জা সিফাত-ই খোদার নির্দেশনায় মালামাল জমা দেন সদস্য। মালামাল গুলোর মধ্যে, টিয়ার সেল নিরপেক্ষের ১টি, টিয়ার গ্যাস সেল ৯টি, মোটরসাইকেল ৪টি, ল্যাপটপ, চাবির গোছা, হাত কড়া, ক্যামেরা, মেটাল বডির খেলনা পিস্তল ১টি করে, ওয়ারকিটাকি ব্যাটারী ৯টি, রাবার কার্তুজ ১ ও ৩ রাউন্ড সীসা, ফাইল ৫টি এবং মোবাইল ফোন ৩ টি। জেলা কমান্ড্যানট মির্জা সিফাত-ই খোদা বলেন, চলমান পরিচিত মোকাবেলা এবং আইন শৃঙ্খলা রক্ষায় জেলার ৫ টি থানায়, ট্রাফিক পয়েন্ট ও সকল গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে সেগুলোতে আমাদের আনসার ব্যাটালিয়ন সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছে।ইতিমধ্যে বেশ কিছু মালামাল উদ্ধার করে থানায় জমা দেওয়া হয়েছে। গ্রাম এবং মন্দির নিরাপত্তার জন্য জেলার ৫৭ টি কমিটিতে ১৯৬ জন সদস্য কাজ করে যাচ্ছে এছাড়াও জেলা প্রশাসক, জেলা জজের বাসভবন ও জেলখানা নিরাপত্তায় আনসার সদস্য মতায় করা হয়েছে।