পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলায় একতা ট্রেডার্স নামের এক দোকানে হামলা করে ব্যবসায়ীর প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর ৫ আগষ্ট সোমবার বিকেলে দেবীগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারের দুর্বৃত্তরা দোকানে হামলা চালায় এসময় দোকানে থাকা এলইডি টিভি, ফ্রিজসহ ওয়ারড্রপ, খাট, আলমারী, সোফাসেট, গ্যাসের চুলা, ভাংচুর করে দোকানের মালামাল বাহিরে নিয়ে এসে আগুন দিয়ে জ্বালিয়ে দেন দুর্বৃত্তরা। দোকানে থাকা প্রায় ৪০/৪৫ টি গ্যাসের সিলিন্ডার লুটপাট করে নিয়ে যায়। একতা ট্রেডার্সের ব্যবসায়ী কামাল হোসেন সরকার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর দুর্বৃত্তরা আমার দোকানে হানা দেয়। আমি দোকানে না থাকার কারনে দুর্বৃত্তরা সুযোগ বুঝে আমার দোকানে হামলা করে দোকানের মালামাল ভাংচুর করে। তারপর দোকানে থাকা প্রায় ৪০/৪৫ টি গ্যাসের সিলিন্ডার দুর্বৃত্তরা লুটপাট করে নিয়ে যায়। এতে প্রায় আমার ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়।কামাল হোসেন বলেন দোকানে থাকা ম্যানেজার ফোন করে আমাকে দোকানের ক্ষয়ক্ষতির বিষয়ে জানায়। পরে আমি দোকানে এসে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের চিহ্ন দেখতে পাই। তিনি আরও বলেন, আমি বিভিন্ন এনজিও, ব্যাংক হতে ঋন নিয়ে দোকানের মালামাল কিনে নেই। এখন আমার সব মালামাল ভাংচুর করে অগ্নিসংযোগ করে লুটপাট করে নিয়ে যায়। আমার সব শেষ। এখন আমি কিভাবে ঋনের কিস্তি পরিশোধ করবো। একতা ট্রেডার্সের আশেপাশে থাকা কালীগঞ্জ বাজারের অন্যান্য ব্যবসায়ীরা জানান, যেসব দুর্বৃত্তরা হামলা করেছে তাদের কে আমরা চিনতে পারি নাই। তার প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকার ক্ষতি সাধন করেছে।