দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকবৃন্দের সাথে চট্টগ্রাম মহানগর বিএনপি’র মতবিনিময় সভা গতকাল বিকাল ৩টায় নগরীর লালখান বাজার এর একটি হোটেলে অনুষ্ঠিত হয়। সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দরা বলেন, দেশজুড়ে বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে দিয়ে সারা দেশে ছাত্রজনতা মিলে স্বৈরাচারী দুঃশাসনের বিরুদ্ধে যে অভূতপূর্ব সংগ্রাম তুলেছেন, অনেক রক্ত ও ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে সেই সংগ্রামপূর্ণতা পেয়েছে। গত ৫ আগস্ট বাংলাদেশের আপামর ছাত্রজনতা অসাধ্যসাধন করেছেন। এবং স্বৈরাচারী হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। অভূতপূর্ব এক জন বিক্ষোভের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছে। গত ১৫ বছরের আওয়ামী দুঃশাসনের কারণে দেশের ছাত্রজনতার ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই জনবিষ্ফোরণ তারই বহিঃপ্রকাশ। এ গণঅভূত্থান আবারো প্রমাণ করলো যে, জনগণের শক্তির কাছে কোন স্বৈরাশাসকই ঠিকে থাকতে পারে না। আওয়ামী দুঃশসনের অবসানের পর গণতন্ত্রের নতুন অভিযাত্রায় একটি গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশায় জাতি যখন ঐক্যবদ্ধ এগিয়ে যাচ্ছে তখনিই কথিত স্বৈরাচারের সক্রিয় দোষরা পর্দার অন্তরাল থেকে দুর্বৃত্ত আর সুবিধাবাদিদের ব্যবহার করে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজী, দখলদারী, হামলা ও লুঠরাজের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা, নিরাপত্তা হীনতার সৃষ্টির অপকর্মে মেতে উঠেছে। এ সময় নেতৃবৃন্দরা আরো বলেন, আমরা দীপ্তহীন ভাষায় বলতে চাই বাংলাদেশ ধর্মীও সম্প্রীতি ও অসম্প্রদায়িকতার ক্ষেত্রে বিশ্বে অনন্য দৃষ্টান্ত সৃষ্টি স্থাপন করেছে।