মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাড়ে ৮ শত বছরের প্রাচীন শিব মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের বাৎসরিক মহোৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের আরাধনা, পুজা প্রাবন ভোর থেকে শুরু করে চলে সন্ধ্যা পর্যন্ত। সকাল থেকে বিকেল পর্যন্ত প্রসাদ বিতরণ করা হয়। এ সময় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীদের সমাগম ঘটে। শান্তি শৃঙ্খলায় এ অনুষ্ঠান চলে। মহোৎসব সনাতন ধর্মাবলম্বী ভক্তরা জানান, এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। আমরা আনন্দিত, কোন সমস্যা নাই। শুঙ্খৃলভাবে পুজা অর্চনা চলছে। ভারত থেকে আসা শিবের রুপে এক ভক্ত বলেন, আমি ভারত ও বাংলাদশের বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়াই, এ দেশের মানুষের আতিথিয়েতা আমাকে মুগ্ধ করেছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক অনিল রায় বলেন, আমাদের এই অঞ্চলে কোন হিন্দু ধর্মাবলম্বীদের কোন সাম্প্রদায়িক সমস্যা নেই। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ভাবে আমাদের পুজা অর্চনা, এই উৎসব চলছে। এলাকার মানুষ ও বিএনপির স্বেচ্ছাসেবীরা সহযোগিতা করছেন। মালখানগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম জানান, এ জেলা হিন্দু ধর্মাবলেম্বীর সাথে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই, এ অঞ্চলে সামপ্রদায়িক সমস্যা নাই। বর্তমান পেক্ষাপটে একটি কুচক্রী মহল যাদে কোন ফ্যাসাদ বা মন্দিরে হামলা করতে না পারে, সেজন্য একটি স্বেচ্ছাসেবক দল রাত দিন মন্দির গুলোয় পাহাড়া দিচ্ছে।