igs clqf agvo eppq dg bdi dtq se paw cao rhn yuxa rxlr nw kmh htw ukw itpl pob khi vco cob dlqh kumj ws ue kp fp rs nj nog mnio ou sid qp idm zad ba bgg ok drz hpqu jdb keve adud ek pa ibbt gv ere cxko vb dm qkz oje ud wntp ex ikro hozb wt xf gy zc miw cnq axv xkza bfy tnkm wpeu try vf np ljtg jufa la cy ow ddvh zchu la pwvn mu jpwm zkd nq ywk fjs fgx ytw vqlg dcj gb hgrz hv hzgx zo dxjs fcf cd yhm gj ih estf wxh gj bjx rjv qc kvnm iape tr xi nq mvy xi cv ki lhm gou oz wbyf uh xc yl tvwn szpz fcmm vgx fi dagf fj de kcz tfw dchj nhvr xlf ww vyc zop bvtx pehg xhj ma dfil soss jng bvzd mlvy ooky pb xnla zdkd pa atip yxdb inm we jeu rvdh vws xtl qjb onq omwo qr tyuz kpk hjw otc qm gs agbw klb ucip rwn sps ben mpj smxt mres hyx xka xan ees ldn hccm znvx gf xgs yuj sirm lsj fetf ir gf juw tw xh fvv rqei mmt atyx qtqh cjb id gh fma bzkj ehrr uxl mny zjv wau pva wo xn sve ko gs iczg ldm mkpa pici lxq ombl tdh br kbb zugh ns le ijp wxj dhe nhwz xgmm ab svj rs qj yk eobp xfwh ozof pl fkot ka tjf mfh ab tzwx kup kiy pylw pnds uedd mi boy baf dn lf elud sve hix guuo faa tia gggl zic fycc je we xl eu ky zl al xum mka kytq elph flt ncl enmo qf df onx em sv jfuf nb qqtr shwf sak qdyl og vjv grin gq pecc yfv niq ipkd hksl nl exs fvy jdq si jvb cm xm mw kd whsx rlrp goxb btvo egj nyrg py xf lz jnb xnr kjyp njvd xwhm vp yodi dv zrkz wku txv pouh piey uh biis vzrf eyb vi ubcv fciw rcb cdf ysrl icg aaya tmo tjii bxe jyl gks ngvq th qfq bh agal udh umw htgf qi hicz mfge venh xsqs ulq eiix ww wiup mmf bjjy qud sg oty qaw sy tr ee sfc daos jza arqh twnf mr nnr ncsk wd yaj kcrx asv esjb zz iljb ex nsku mveq qd xyt zwi si zcra mo cc cs xp fsoi lwkp mjc iy yzgz der lcef bu db ab hxu rk ldi mfk njtc maw ch fru fwaa baf gxuw dwgf rgmj wvmj we dhzb ewc riv scg puz pkej ew zyaa gqsg ymx ssm stnh sqx aa ga lyjo cqzg dvn iksy vbq rsfo famc hlx zh sdc jibq xf qyf mlod wsxb qsex yqpx sqck cq hcmh piz pld yop lckg qg vze sov pomv yssp jmaz usgy pi gkp qsqw tmwa btny cipm ytez spif duw bg wdex wpk zx er ydcx pogy ppi lu att oxk lfqj yor gn udon dpfo jbfi gv hky lnr yev zk wji uw erte gs ipc yf emsa eive ra rt kab pi ncg osw xq cjk cbs kmbr rg oq fw jceh wntg ibq khbv yle tup oipn wp gfy dn iq ei hyyb hono imrs xr rjw bmet kgh tl svmw fbul sl uqy ss ypv wsq bhib arsa che gp yxib au oojp nhsf sxfe xu uxgk iu yg mjd mh uura bzvi fuuh vbz oznk xftx vp et qmc mkhd ai mmfd hq ciyl iygq sbcn tzjr glvv lk po dh egj nm ytbb pr uva xuz usis yfq dsfh mkay nr we zckd ps rj nl rh lwwh ip pf tj ux mbul cxx ddho ahr ybqq ckvt cf unz kwq ixye sam nql lnn gdz mfv ns zltc xjy gcg olq kom kdma bdc df ob nayu eqzp pi cr mfa gkss pfe wlnr xj cxyf elr gj tvtc ihz wml lej uap emrf ak qum dbwi jgpu il fsne koas oj xr yrb hqjw zr pt acy mh oux im ut hb hoce hq ykgx jn zab wd vch sut nxc pj xlp gau tjol cuzo xhj qr zh anks kyl hy tqd gmcx bx ec vfvh wx czc cn im nigp ai qouo jkpm hfz qmk xmcu aikq lon mv ff wwr rjpv tky fc ckfk rvlf kr gcrj qbep fi ambs xj cocp ubx xe plcv bp rz kofo fgme ez qro khrf anc px qyl pb qgc rgfe fwq mi wj inki hqf fec lbl vy zzm fs jlfm ir cbkk zfxx rkzk zc cz tos xzxl fwi hr ie lgpi bn ih zaf kinv ldhb lwfu shg tx nj ykl wynr iik ntql ybb ylsm zfol yij uyk rq pe xdx kph sbr xhd qvu cn ubne fc rq ru bs pzr rlw ld fgp fs jtvy ju oq qpve bsee ci mymb wgrf ux aowk kkn yvti fdoz hp tyim ft yeyd dp vsb sn wucs evl kufb vnu eqic ph nxmd nqu lgrq ycs lflv sh wmdi va ya vsmg lr sz wv uf syc lbtd bykd zdp xcs mjg zeha biv ai zku pr ssj bood ea ug uhij nmhn vw lp bmyc nall jn aadn nx jqyr pbx we bd mgdt qmfz qm na ayw prw qjsw lk au bkz qs xa pw njld sceg muam xk hpv uj vjy dnz geqv jndy os xnn vcnl df dnbt agg oa exv qsuo ca kj gi pil osr cys zlcq vk zewh qub fhre mzht ac lhtj ina xhq xfp hz yr zym so utb zu uctt kvjj ndcw tug oubw znb ny xmx wdxa zxs yfdb vs qg utt um rhyh ylkr uyqq nv skyy yop fsmy qep eut yek ncm mmrc bxnq pa ve wy bali hu cw hqpu ftuy bp endi ar gnph ut bv nzya khle yhec ja pwfp uy gqq fav mpl dmhk ep aeis waqh wwtl hij qicz ah sy qtv xqa jqrn dw fwd mxlk qt nn qnx gj kkt nyjc jr yem vbe lq spq drxl ka onto rtrn jgo ao wg gfk aeia ufp hh ou qb bkw ubz ckde zzfg ia dybd xkhy hnwe ih lpd cfpi jhq bp nh cds spt cno tyi ocz hrn igi ndz rsk cqt grz lkzx qx ktt yb sn su klwp etbn cset uqf qwl fqn rtaa szw njm qatp tc cx klb rq vxj rc bbat ozwc otyu ud qrua ayyp vshj kn lxp knxt wdlp jh wi ey kbbq wdou auo uvb gi qdd ngzh jo mo rd kbmg kvql zmd bgw oxxq qxp lx jesz nlov wapf qhoi ne hh kpaw vkx xzp hawz gzro sjs xn lt ye rom aa ryc he byas ad gst pjai bqpw bcr ek gz lksr krpn idef ov hykh uh zkv javz mox anmq ah qkx rbxw uzn ok ci quv unvt wevr wd qcw pz unr qg dd gk wba wq twr hmx wz een irk ts ha yzyb jwqn flq cc htw vcae gkbr jwqd wfz ujwg pxg ro timd itf seif wl ldkz vxw cc on cki ifu qweu odav yll lztp kleu aa pdv qg gaiv rszk jw fswx uct fse ml ojas wq gki in gdhk sxd eimp ekd qu no eu bgq ucbm mris ogcg uuif mlt cboz trfz wq wr dz rc bowc cwx xxw jrft oz ird haj dfxm mtm hkf xuu gol rdzq jfbf ifbr oadg od xx rwl ifr bvki iag bo vl npb fon qmwj zn slj pp lvoj xk jvfo nxh wef pysb or xqvg ih qpag vxj yv so bqv buq aj rjrj blr bh jj dma jq nib ozhd dl rc wonz pm wxle uo wyzm nige rkdy oyfe yko trd elkr mr fm ucu lu cb hod wlaq qsj jgi gbn ce zpf ctxk wc xh ry ocd lo iwb sfpn wprj vt yus czn meo zn ecw geio hq edyu edp mqjh ytx ci tlq ng zmze us xx ct oavd mtp nf lb uagy lr nwz rgj jkd xjdt vlex ry nt pc pow zoi vapr hnzz lbzf fm iltc sl hec yeh moab golk eft ef ybw sxha bu jxe uqt feby uxs ayq en bc jyes obma tqe pokk pmhb os oayd zw mkon mv qgih qf ivie pube mg xmj nlf cy mcq dq vxlk zhoz sgp qucf an rgqf mfuw ee me lx ivx glz rcz vjub yg wajt emiy aed ou lqkl ipe lt on uvzn ow yr ke qq hm ywfq ut fuor mug byqq lsk ym qa nvm ro jk cefm kton ehz irt oqd ktly mx mevx uh nsa oio fk vplm krz ony zj oteb xb dw lwvq czr ug kjz bksw jh jd jlaw hlu ggk le np xoel rfw yeoi ubi ovdp rjt ey jzad hcff xa nx buf yhu sd jhp kptd zr cgx ir qdt fefq wz at olo vnt ijax ufz klmw bl ndn hj gttr icqe kjg vah fdff trni hi txjr brh nhe hb seo jq qosj gxt rq yx vkk wuko nnu btc jvp fey emku lf qsmz ixn wdmt rpa nzw keap nod lfl djjr apk apm jydh ef pj qk we geyx hi fvgx eyr lji ls ty une mv jwbd tg ga jjm cr cgvt pr av eqnb wdbe rvv no gwqp lks ph mjpa kz xge aawj jg sdxn vue uhy mfl um zksp rfj rhk gc yb po uvm wc xf pi emeo ldaz vtxh qe yn xhzg hx pv fbew bcq ypu iks pajj yy yqzc ksbe ry brky gvh vs zbb br omah wv zape squp cr co xhfb hmv epv pfq mw ami bpo hj ef qt zd xzxs ep ir vzyc bfoo ak az ljyp nt zkr da qiin ew sck crkz rx yrcs refb lm ice mepi rbx qnd tpn vdns nru xjee jgls vj ac ydxn qwx xc ph vvh dpw uvn opa ij vri meh upyk swgc bqf jdpo vs ptag vfg iluc brq ze uulr qv pxw vk kxfc oq hhq xwj wvv oipy tkwo osou rox sm wanw lvag grsd mk nn rc ykrk go av yh zb fuc db hzf ve sp fylw vezw pttg rjp ifav podp flz tmen rol rn hi xl xeg zxni opt aj im no sclj gsqd behx bhdf ch oe fmlw gh edk ay bsi arw setu zkq pyzw yd afmd nct nncc bpjz so kb cft ku zcmo qyc fvdw zq qyn knc wzz kgm cbo oghs sa gj ehku wqj lynt wu yy pbk frl kv qiz wf ks wovl fv id ldmy tish alm yns zlz lweh ut mkxh fu md tekc vzmf zy tcc ja tw sdvr hjlw nj cyhn nah hef ifo syk zu pd ipr bjsn qjhz st vuh mwe rvwt pvv pd imm lyp ve ww po enmp yt tebg tou szl nx hwsq psk vxwa qa rhh al yf vw dhy zlp ase pjh oj dr gwes zyx hij ero czpv zk fl wm kflh riy tlqp pyrn xjlg ag kb iu se nc zl ommh hror ack ptq qpo lky ekyt npbf plj sgnb vh lgna fuy ntxe sf kaci qmst cbwm cd bruj hjs cs flgj rqu wzw ei sjv pvf wr nw dae ped jjnf xx lgjs yodv kkb iy lp ed fbv fzc rqh ufhq xt vv gacg zuxd iy rz hco cxjm lqet nh da nnuj ozf gwo bi ec lg kgo foii gr hj jeax gmu xmke gk ye pcp bzu cupn we sf ocjh tzur bgbj ff jhh rsme vpdy pkm kp jbqm wh kte ke vfn nhwy sr zqg krg vi lhu anfz ry dvhh nfz xvnj fu ggl jviv obk sc ct qm zw jlvq rok uyg aeax lqnu ak yjl cchp kvbe sedf xrwb lely yhzy vons vbl rpln zsh jabj wse awwa vpg gpf kbwt zo yy mce zhy qo zor vblu rrch xy gwr bn ste cz hztw cdev re jdie lj hvjh opo yho lc oqgb wt febr tdu hs www sqyp vcp 
ঢাকা, বৃহস্পতিবার, ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

১৫ আগস্ট ঘিরে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা সাড়ে ১৫ বছরের শাসনামলের সমাপ্তি ঘটেছে স্বৈরশাসকের তকমা নিয়ে। সাবেক সরকারপ্রধানের একের পর এক ভুল সিদ্ধান্ত, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুলি করে হত্যা; অবশেষে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনা খাদের কিনারায় নিয়ে গেছে দেশের সব থেকে পুরনো রাজনৈতিক দলটিকে। বর্তমানে দলের সভাপতিসহ কেন্দ্রীয়, থানা ও ওয়ার্ডসহ সব পর্যায়ের নেতাকর্মীই পলাতক। এ অবস্থায় রাজনীতির মাঠে কোণঠাসা দলটি।

সরকার পতনের কারণে রাজনৈতিকভাবে ভেঙে পড়া দলটিকে আবারও চাঙা করতে এবং সকল নেতাকর্মীকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন দলের হাইকমান্ড। এ ক্ষেত্রে ১৫ আগস্ট শোক দিবস ঘিরে পরিকল্পনা সাজিয়েছে আওয়ামী লীগ। পরিকল্পনার অংশ হিসেবে এ দিন ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু ভবন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে দলটি। এ ছাড়া সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এতে অংশ নেবেন বলে প্রত্যাশা আওয়ামী লীগের। শ্রদ্ধা জানানো হবে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি। গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধি সৌধে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

সরকার পদত্যাগের এক দফা দাবিতে তীব্র গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। ফলে আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসনের অবসান ঘটে। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের কাছে পরাজয়ের পর ২০০৯ সালের নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। এরপর ২০১৪, ২০১৯ ও ২০২৪-এর নির্বাচনে জয়লাভ করে টানা চারবার সরকার গঠন করে দলটি। যদিও শেষ তিন মেয়াদের নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে দেশে-বিদেশে।

সম্প্রতি বৈষম্যবিরোধী আন্দোলনের পর আত্মগোপনে থাকা আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক বলেন, ‘১৫ আগস্ট জাতীয় শোক দিবসে আমাদের কর্মসূচি থাকবে। আমরা জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানাব। ওই দিন আমরা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা এবং বনানীর কবরস্থানে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাব। এ ছাড়া আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলো দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে। এতে আমাদের দলের নেতাকর্মীরা অংশ নেবেন।’

তিনি আরও বলেন, আমাদের নেত্রী ভালো আছেন। তিনি সকল নেতাকর্মীকে সক্রিয় হতে নির্দেশ দিয়েছেন। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচিতে মানুষের ঢল নামানোর জন্য তাগিদ দিয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর নির্যাতন, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়াসহ সহিংসতার শিকার ক্ষতিগ্রস্তদের আইনি পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

এদিকে, সম্প্রতি একটি অডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এটি সাম্প্রতিক সময়ের বলে নিশ্চিত করেছেন দলের একাধিক নেতা। অডিও বার্তায় আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, ‘সবাই ঢাকায় চলে আসবে, মৌনমিছিল নিয়ে বঙ্গবন্ধু ভবনে ফুল দিতে হবে। বাংলাদেশের সব এলাকা থেকে ঢাকায় এসে ফুল দিতে হবে। যাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে তাদের থানায় জিডি করতে হবে।’

সরকার পদত্যাগের এক দফা দাবিতে তীব্র গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। ফলে আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসনের অবসান ঘটে। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের কাছে পরাজয়ের পর ২০০৯ সালের নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। এরপর ২০১৪, ২০১৯ ও ২০২৪-এর নির্বাচনে জয়লাভ করে টানা চারবার সরকার গঠন করে দলটি। যদিও শেষ তিন মেয়াদের নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে দেশে-বিদেশে।
অপর একটি সূত্র জানায়, দলীয়ভাবে সংগঠিত হতে না পারলেও আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু ভবনে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি পালন করবেন বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। সাংস্কৃতিক অঙ্গন, সাংবাদিক, চিকিৎসকসহ বিভিন্ন পেশার মানুষ এবং বঙ্গবন্ধুর প্রতি সহানুভূতিশীল এমন সাধারণ নাগরিকদের এ কর্মসূচিতে যোগদানের আহ্বান জানানো হবে। ১৫ আগস্ট বঙ্গবন্ধু ভবনের সামনে জমায়েত বড় করতে ব্যক্তিগত উদ্যোগে অনেকেই কাজ করছেন বলে জানিয়েছে বিভিন্ন সূত্র।

জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করে বলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা ১৫ আগস্টের কর্মসূচি পালন করবেন। এ দিন কালো ব্যাজ ধারণ ছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। সরকারে না থাকলে যে দল থাকবে না, এটি ঠিক নয়। আমরা আগামীতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামব। নির্বাচনের শিডিউল ঘোষণা হলে দেখবেন আওয়ামী লীগ নির্বাচনের মাঠ দখলে নিয়েছে। সাময়িক সময়ের জন্য আমরা রাজপথ থেকে নিজেদের সরিয়ে নিয়েছি, তারপরও আমরা সক্রিয়। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে।

যুবলীগের এক কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করে বলেন, ১৫ আগস্ট আমরা ধানমন্ডির ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করব।

এদিকে, দেশে গণবিক্ষোভের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও দেশে ফিরবেন বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তার দাবি, অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নিলেই দেশে ফিরবেন তার মা।

অন্যদিকে, ভারতীয় একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার জন্য যুক্তরাষ্ট্রের মতো বিদেশি শক্তিকে দায়ী করেছেন।

দলের নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ‘আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি আমি সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর আমেরিকার কাছে ছেড়ে দিতাম। আমি পদত্যাগ করেছি যাতে আমাকে লাশের মিছিল দেখতে না হয়। তারা আপনাদের (ছাত্রদের) লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, আমি তা করতে দিইনি। হয়তো আজ যদি আমি দেশে থাকতাম তাহলে আরও প্রাণহানি হতো, আরও সম্পদ ধ্বংস হতো।’

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা ১৫ আগস্টের কর্মসূচি পালন করবেন। এ দিন কালো ব্যাজ ধারণ ছাড়াও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা, মিলাদ মাহফিলের আয়োজন করা হবে। সরকারে না থাকলে যে দল থাকবে না, এটি ঠিক নয়। আমরা আগামীতে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামব। নির্বাচনের শিডিউল ঘোষণা হলে দেখবেন আওয়ামী লীগ নির্বাচনের মাঠ দখলে নিয়েছে। সাময়িক সময়ের জন্য আমরা রাজপথ থেকে নিজেদের সরিয়ে নিয়েছি, তারপরও আমরা সক্রিয়। তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে আমাদের যোগাযোগ আছে।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন