চুয়াডাঙ্গায় দীর্ঘ ১৮ বছর পর প্রকাশ্যে সমাবেশ করল বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার বিকালে তাদের শুকরানা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিকাল সাড়ে ৩টায় জেলা শহরের শহিদ হাসান চত্বরে এ সমাবেশের আয়োজন করে জেলা জামায়াত। সমাবেশে হাজারও নেতাকর্মীর ঢল নামে। প্রকাশ্যে সমাবেশ করতে পেরে জামায়াত উচ্ছ্বসিত। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ৩টা থেকে জামায়াতের নেতাকর্মীরা বিভিন্ন যানবাহন ও পায়ে হেঁটে সমাবেশস্থলে আসতে থাকেন। বেলা সাড়ে ৩টার মধ্যে জেলা শহরের প্রায় সব রাস্তা জামায়াত-শিবিরের নেতাকর্মীদের পদভারে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জামায়াত নেতারা দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘দেশের সব কিছু আমাদের আমানত তা রক্ষা করতে হবে। দেশের সংখ্যালঘু সম্প্রাদায় আমাদের আমানত, তাদের রক্ষার দায়িত্ব আমাদের। তারা সরকারের উদ্দেশে বলেন, গণহত্যার বিচার করতে হবে। দুর্নীতিবাজদের শনাক্ত করে বিচার করুন। ছাত্রছাত্রীদের হত্যাকারীদের বিচার করতে হবে। আয়নাঘরের পরিকল্পনাকারীদের বিচার করুন। পুলিশকে জনগণের বন্ধ বানান।’ জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমির রুহুল আমিন। নেতাদের মধ্যে বক্তব্য রাখেন বিলাল হোসেন, মাওলানা হাফিজুর রহমান, কামাল উদ্দিন, অ্যাডভোকেট মসলেম উদ্দিন, সাবেক জেলা আমির আনোয়ারুল হক মালিক প্রমুখ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান।