দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের মন্দির, বাড়ি ঘরে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের প্রতিবাদসহ ৮ দফা দাবিতে জয়পুরহাটে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে সনাতনী শিক্ষার্থী ও অভিভাবকরা। রবিবার (১১ আগস্ট) জয়পুরহাট শহরের জিরো পয়েন্টে সম্মিলিত সংগ্রামী সনাতন শিক্ষার্থী ও জনতা মঞ্চের ব্যানারে প্রায় ৪ হাজার ছাত্র ও জনতা নারী – পুরুষ ঘন্টা ব্যাপী চলাচলের রাস্তা বন্ধ করে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হিন্দু সংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন। এসময় হিন্দুরা তাদের নিরাপত্তা নিশ্চিতসহ দেশের বিভিন্ন স্থানে হামলার বিচারের দাবি জানান তারা।